কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (২৬ নভেম্বর) মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে। বিশ্বকাপের শেষ ১৬ তে উঠতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মেসি-গোমেজদের। তাই একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন।
প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে থাকায় আজকের ম্যাচটি আর্জেন্টিনার জন্য এক প্রকার বাঁচা-মরার লড়াই। কেননা এ ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে ছিঁটকে পড়তে হবে লিওনেল মেসির দলকে। তাইতো মেক্সিকো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের অবস্থা সম্পর্কে জানিয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।
মার্টিনেজ বললেন, ‘এটা আমাদের জন্য এখন ফাইনালের মতো। কারণ এটি এমন একটি ম্যাচ, যা এই বিশ্বকাপে আমাদের বিশ্বাসকে তুলে ধরবে। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আমাদের মনোবলে একটি ভারী ধাক্কা ছিল, কিন্তু আমরা একটি শক্তিশালী দল, খুব ঐক্যবদ্ধও আছি।’