গোপালগঞ্জে ইজিবাইক চালক জাহিদুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী খালিদ ফকিরকে (৩৫) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে গ্রেফতারকৃতকে জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
বুধবার (২৪ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া এলাকা থেকে এ ফেরারী আসামীকে গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ মাসুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত খালিদ ফকির গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে। পরে বিকেলে তাকে জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
ওসি মো: জাবেদ মাসুদ জানান, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গুলাবাড়িয়া গ্রামের নজরুল মোল্লার ছেলে মো: জাহিদুল ইসলাম মোল্যাকে (১৬) ইজিবাইক ভাড়ার কথা বলে ৫ জনে মিলে হত্যা। পরে তার লাশ বিজয়পাশা মহাসড়কের পাশে ফেলে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় আসামীরা।
এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। পরে পুলিশ ৫ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানী শেষে গত বছরের ২৫ নভেম্বর হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে খালিদ ফকির সহ ৫ আসামীকে মৃতুদন্ডের আদেশ দেন গোপালগঞ্জে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক।