বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
Dainik Bangladesh - dainikbd24@gmail.com - facebook.com/Bangladesh24Official

আর্জেন্টিনার ম্যাচ নিয়ে উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোপালগঞ্জে

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা নিয়ে উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোপালগঞ্জে। শোভাযাত্রাসহ বাসা-বাড়ী ও সড়কে আর্জেন্টিনার পতাকা টাঙ্গয়েছি ভক্তরা।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে আর্জেন্টিনাকে শুভ কামনা জানিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার সমর্থকরা। সমর্থক কাজী অঞ্জনের আয়োজনে উপজেলার কুরপালার কাজী বাড়ি থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে শতাধিক আর্জেন্টিনার সমর্থকেরা অংশ নেন।

এ শোভাযাত্রায় আর্জেন্টিনার সমর্থক অনামিকা ফকির, কাজী তনু, কাজী মাহাবুল, রুবেল হাওলাদার, ইয়ার আলী হাওলাদার, কাজী তমাল, সজিব হাওলাদার, কাজী রতন, রনি হাওলাদার উপস্থিত ছিলেন।

এদিকে, আর্জেন্টিনাকে সমর্থন জানিয়ে বিভিন্ন বাসা, বাড়ী, দোকান ও অলিতে-গলিতে আর্জেন্টিনার পতাকা টাঙ্গিয়েছে ভক্তরা। আশা করছেন নিওলেন মেসি তার সেরা খেলা দিয়ে সৌদি আরবের বিপক্ষে বড় ব্যবধানে জিতবে আর্জেন্টিনা। এদিকে আজতের আর্জেন্টিনার ম্যাচকে ঘিরে জার্সি বিক্রি বেড়েছে বলে জানিয়েছে দোকানীরা।