1. info@dainikbd24.com : দৈনিক বাংলাদেশ : দৈনিক বাংলাদেশ
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরের নলডাঙ্গায় হেরোইন সহ একজন আটক মেধাবী স্কুল ছাত্র জিসানকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরে ট্রাক মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে আহতসহ নিহত এক আটঘরিয়ায়  বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা  ও ঔষধ প্রদান  আবাসিক হল থেকে নোবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  পলাশবাড়ীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর হস্তান্তরের লক্ষ্যে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের প্রেস বিফ্রিং অনুষ্ঠিত- স্ত্রী কর্তৃক প্রতিবন্ধী স্বামীকে হত্যার চেষ্টা বিচার দাবিতে মানববন্ধন ফুলছড়িতে আশ্রয়ণ প্রকল্পের জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং পার্বতীপুরে একটি গাভীর একই সঙ্গে চার বাছুরের জন্মদান নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন 

পীরগ‌ঞ্জের আ‌লো‌চিত বাস ডাকা‌তি মামলার তিন ডাকাত গ্রেফতার,লু‌ন্ঠিত মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

গত ৮ ন‌ভেম্বর ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ থানাধীন চকশোলাগাড়ী এলাকায় জা‌হেদা প‌রিবহন যাত্রীবাহী বাসডাকা‌তি মামলার আসামী তিন ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার ক‌রে‌ছে থানা পু‌লিশ।

থানা ও ভুক্ত‌ভো‌গিদের অ‌ভি‌যোগসু‌ত্রে জানা যায়,গত ৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সা‌ড়ে ৭টার দি‌কে জায়েদা পরিবহন না‌মের একটি যাত্রীবাহী বাস ০৪ জন যাত্রী নিয়ে গাবতলী, ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে গাবতলী থেকে চন্দ্রা পযন্ত আরো ৪৭ জন যাত্রী উক্ত বাসে ওঠেন। এরপর রাত আনুমানিক ০১.২০ ঘটিকায় উক্ত গাড়ি সৌখিন হোটেল,বগুড়াতে হোটেল বিরতি দেয়। হোটেল বিরতি শেষে উক্ত বাস ৫১ জন যাত্রী নিয়ে পুনরায় পঞ্চগড়ের উদ্দেশ্যে রওয়ানা করে।

এরপর গোবিন্দগঞ্জ পার হওয়ার পরে যাত্রীবেশে ওঠা অজ্ঞাতনামা ০৬ জন ডাকাত উক্ত বাসের ড্রাইভার সুমন মিয়া কে ছুরিকাঘাত করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা নগদ ৭৯,৭০০/- টাকা, ১২ টি মোবাইল,০২ টি হ্যান্ড ব্যাগ এবং পাচ আনা ওজনের স্বর্ণের কানের দুল লুট করে নিয়ে। ডাকাত রা বাস যাত্রী মোঃ সুমন মিয়া কেও ছুরিকাঘাত করে। উক্ত ঘটনায় জাহেদা বাসের ম্যানেজার জনাব আপেল মাহমুদ বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাত দের আসামী করে পীরগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলা নং-১৪, তারিখ-১০/১১/২২ ইং, ধারা-৩৯৫/৩৯৭ দঃ বিঃ।

হাইওয়েতে উক্ত ডাকাতির ঘটনাটি ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত রুট ব্যবহারকারী বাস যাত্রীদের মধ্যে উক্ত ঘটনাটি ব্যপক ভীতি সৃষ্টি করে।

বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় উক্ত ডাকাতির ঘটনাটি ব‌্যাপক আ‌লোচনা সমা‌লোচনায় রুপ নেয়। উক্ত ঘটনায় পু‌লিশ প্রশাসন ক্লু উদঘাট‌নে ম‌রিয়া হ‌য়ে ও‌ঠে।

পীরগঞ্জ থানা পুলিশ অতি দ্রুত উক্ত ডাকাতির ঘটনার ক্লু উদঘাটন করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অদ্য ইং ১০.১১.২২ তারিখ সকাল ৫.৪৫ ঘটিকায় অত্র থানাধীন ১৪ নং চতরা ইউনিয়ন এর কাটাদুয়ার সংলগ্ন হলদিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সহিত জড়িত আসামী ১। মোঃ রেজাউল করিম (৩২), পিতা- মৃত জমিন সরদার, সাং- বিলকৃস্নপুর, থানা- রানীনগর, জেলা- নওগা, ২। মোঃ খোরশেদ আলী (৪৫), পিতা- মোঃ চান মিয়া, সাং- বেরাডাংগা, থানা- ঘিউর, জেলা- মানিকগঞ্জ এবং ৩। মোঃ জহরুল সরকার (৩৫), পিতা- মৃত হবু সরকার, সাং- বড় শিমুলতলা, থানা- পলাশবাড়ী, জেলা- গাইবান্ধা দের গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ০৫ টি চাকু, লুন্ঠিত নগদ ১৯৫০ টাকা এবং ০৪ টি মোবাইল উদ্ধারপূর্বক জব্দ করে।

মোঃ রেজাউল করিম কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দেনাগ্রস্ত হয়ে পড়ায় প্রায় দুই বছর আগে গাজীপুর মেট্রোপলিটন এর টংগী পূর্ব থানাধীন ঝিনুক মার্কেট এলাকায় গিয়ে রাজমিস্ত্রির কাজ করতে থাকে। কিন্তু অধিক টাকা পাওয়ার আশায় সে ডাকাত দলের সাথে যোগ দেয়। সে এ পর্যন্ত মোট ৫/৬ টি ডাকাতির কাজে অংশগ্রহণ করেছে।

মোঃ খোরশেদ আলী কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে সেলফি গাড়ির স্টাফ হিসেবে কাজ করে। এর মধ্যে সে ডাকাতির কাজে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে মোট তিনটি মাদক এবং চুরি মামলা আছে।

মোঃ জহরুল ইসলাম কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে গাজীপুর মেট্রোপলিটন এর টংগী এলাকায় মাথার চুল বিক্রি করে এবং পাশাপাশি ডাকাতির কাজে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৪ টি ডাকাতি এবং চুরি মামলা আছে।

গ্রেফতারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের দলের সদস্য মোট ০৬ জন। তারা গত ইং ০৮.১১.২২ তারিখ রাত ০৯.০০ টায় গাজীপুর জেলার চন্দ্রা থেকে জাহেদা পরিবহনের বাস টিতে যাত্রীবেশে ওঠে। তাদের মধ্যে চার জন ইঞ্জিন কাভারে বসে এবং দুই জন একেবারে পিছনের সিটে বসে।সৌখিন হোটেল, বগুড়াতে হোটেল বিরতিতে তারা তাদের কাজের পরিকল্পনা প্রস্তুত করে।এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পার হওয়ার পরে ডাকাত দলের সদস্যরা ড্রাইভার সুমন মিয়া কে ছুরিকাঘাত করে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ডাকাত দলের একজন সদস্য গাড়ি চালাতে থাকে। একজন বাসের গেটে দাঁড়ায় এবং বাকী ০৪ জন দেশীয় অস্ত্রের ভয় দেখায়ে প্রথমে যাত্রীদের মোবাইল কেড়ে নেয় যাতে তারা কোথাও কল দিতে না পারে।

এরপরে তারা যাত্রীদের নগদ টাকা কেড়ে নেয় এবং এক মহিলা যাত্রীর ৫ আনা ওজনের কানের স্বর্ণের দুল কেড়ে নেয়। বাসটি পীরগঞ্জ থানাধীন বিটিসি মোড় সংলগ্ন শোলাগাড়ী আসলে ডাকাত রা বাস থামায়ে লুন্ঠিত মালামালসহ বাস থেকে নেমে চলে যায়। যাবার সময় তারা বলে যে,তাদের কাছে বোমা আছে এবং যাত্রীরা চিৎকার করলে তাদের গাড়িতে বোমা মারা হবে।
গ্রেফতারকৃত ০৩ জন আসামী বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিতে ইচ্ছুক হওয়ায় তাহাদের কে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর...

© All Rights Reserved© 2022 DainikBD24

Theme Customized BY Sky Host BD