গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে।
ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনীয়ার্স অব বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা এ কর্মসূচীর আয়োজ করে।
আজ মঙ্গলবার (০৮ নভেম্বর) সকালে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। পরে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌরপার্কে গিয়ে শেষ হয়।
এ শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, আইবিইবি’র গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ইছানুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল হালিম খান, সাংগঠনিক সম্পাদক অাতিয়ার রসুল হিমেল, প্রকৌশলী মো: আনোয়ার, মো: বিল্লাল কাজী, মিরাজুল ইসলাম, তন্ময় গোলদার, অমিত মো. কামরুজ্জামান, এএইচ এম হাসিবুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।