শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Dainik Bangladesh - dainikbd24@gmail.com - facebook.com/Bangladesh24Official

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত অবুঝ শিশু জুনাইদ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

রিক্সাচালক অসহায় গরীব পরিবারের শিশু সন্তান জুনাইদ।জুনাইদ দীর্ঘ ৪ মাস ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত।

তিন ভাই এক বোনের মধ্যে সবার ছোটো ব্লাড ক্যান্সারে আক্রান্ত জুনাইদ গাইবান্ধা সদর উপজেলার ৮ নং বোয়ালী ইউনিয়নের খামাড় চান্দের ভিটা গ্রামের রিক্সা চালক মো.সাহিদুলের ছেলে।

বর্তমানে জুনাইদ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে অর্থাভাবে বাড়ীতে রয়েছে।কোমলমতি এই শিশুটিকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার প্রয়োজন।আর এই ব্যয়বহুল চিকিৎসার জন্য ৩ থেকে ৪ লাখ টাকার প্রয়োজন।

তার চিকিৎসা ব্যয় বহন করে ইতোমধ্যে পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়েছে।স্বল্প সময়ে চিকিৎসা না হলে তার জীবন প্রদীপ নিভে যেতে পারে।এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য সমাজের স্বচ্ছল মানুষদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় শিশুটির পরিবার।

তার পিতা মো.সাহিদুল স্বল্প আয় ও ধার দেনা করে এতদিন কোনোভাবে চিকিৎসার খরচ মিটিয়েছেন। এখন তিনি অসহায় হয়ে পড়েছেন। আর চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। ডাক্তার জানিয়েছেন,উন্নত চিকিৎসায় সে সুস্থ হয়ে উঠতে পারে।

সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য পেলে কোমলমতি শিশু জুনাইদ ফিরে পেতে পারে ক্যান্সারমুক্ত একটি সুন্দর সুখের জীবন।

 

সাহায্য পাঠানোর ঠিকানা-
মোঃসাহিদুল(জুনাইদ এর বাবা)
মোবাইলঃ০১৭৪৩৪৫০৬১৫( বিকাশ পার্সোনাল)