শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Dainik Bangladesh - dainikbd24@gmail.com - facebook.com/Bangladesh24Official

গোপালগঞ্জে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ নভেম্বর, ২০২২

গোপালগঞ্জে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। জে.কে পলিমারের সহযোগিতায় জেলা প্রশাসন এ টুর্নামের্টের আয়োজন করে।

আজ সোমবার (০৭ নভেম্বর) বিকালে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করে ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান।

জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীয় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান বক্তব্য রাখেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. নাজমুন নাহার, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো: ইলিয়াস হোসেন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহসীন উদ্দিন, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোধ জুবায়ের রহমান রাশেদ, কোটালীপাড়া উপজেলা কর্মকর্তা ফেরদৌস ওহাদি, জে.কে পলিমারের ম্যানেজিং ডিরেক্টর কামরুজ্জামান কামাল শিকদারসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উদ্বোধনীয় খেলায় টুঙ্গিপাড়া উপজেলার মুখোমুখি হয় কাশিয়ানী উপজেলা। খেলায় টুঙ্গিপাড়া উপজেলা ১-০ গোলে কাশিয়ানী উপজেলাকে পরাজিত করে।

এ ফুটবল টুর্নামেন্টে গোপালগঞ্জ সদর উপজেলা, গোপালগঞ্জ পৌরসভা, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা দল অংশ নিচ্ছে। দুই গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন খেলা হবে। পরে দুই গ্রুপের শীর্ষ দুই দল আগামী ১৫ নভেম্বর ফাইনাল খেলায় অংশ নিবে।