শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Dainik Bangladesh - dainikbd24@gmail.com - facebook.com/Bangladesh24Official

নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় সাঁওতাল হত্যা দিবস পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ নভেম্বর, ২০২২

সাঁওতাল হত্যার বিচারের দাবিতে আদিবাসী বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণে গাইবান্ধা জেলায় সাঁওতাল হত্যা দিবস পালিত হয়েছে।

এ দিবসটি উপলক্ষে আদিবাসী বাঙালি সংহতি পরিষদ,সাহেবগঞ্জ বাগদা খামার ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি,সামাজিক সংগ্রাম পরিষদ ও জনউদ্যোগ যৌথ ভাবে এ কর্মসূচি পালন করে।

৫ নভেম্বর শনিবার সকাল ১১টার দিকে শহরের নাট্য সংস্থা প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।এর আগে শহরে একটি শোক মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাট্য সংস্থা প্রাঙ্গণে শেষ হয়।

আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন-গাইবান্ধার আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেল,সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ফিলেমন বাস্কে,জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী,আদিবাসী বাঙালি সংহতি পরিষদ সদর উপজেলার আহ্বায়ক গোলাম রব্বানী মুসা,ত্রিবালক মুর্মু,বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা মৃণাল কান্তি বর্মণ, রংপুর বিভাগীয় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি মাথিয়াস মার্ডি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা কমিটির গৌর চন্দ্র পাহাড়ি,সাঁওতাল হত্যা মামলার বাদী টমাস হেমব্রম,মানবাধিকার কর্মী অঞ্জলি রানী দেবী ও কাজী আবদুল খালেকসহ অন্যান্যরা।