শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Dainik Bangladesh - dainikbd24@gmail.com - facebook.com/Bangladesh24Official

গাইবান্ধায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ নভেম্বর, ২০২২

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে আজ রোববার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক,পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, পৌর মেয়র মো. মতলুবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাজহাদা, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক বীরমুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া শহর আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক রুবেল, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন, জেলা শিল্পকলা একাডেমি সাধারন সম্পাদক প্রমতোষ সাহাসহ বিভিন্ন অধিদপ্তরের প্রধানগণ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যদ্বয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনি,পৌর পার্কে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা,বাদ জোহর বিভিন্ন মসজিদে মোনাজাত ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।

এছাড়া প্রীতি ফুটবল, মহিলা ও শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, হাসপাতাল, শিশু সদন এবং কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।