বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
Dainik Bangladesh - dainikbd24@gmail.com - facebook.com/Bangladesh24Official

জাতির জনকের সমাধিতে কিংবদন্তী কণ্ঠশিল্পী ভুপেন হাজারিকার পরিবারের সদস্য সহ ভারতীয় সাংস্কৃতিক দলের শ্রদ্ধা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ নভেম্বর, ২০২২

বঙ্গবন্ধুর সমাধিতে উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী ভুপেন হাজারিকার পরিবারের সদস্যসহ ২০ সদস্যের ভারতীয় সাংস্কৃতিক দল শ্রদ্ধা নিবেদন করেন। 

উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী ডক্টর ভুপেন হাজারিকার ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফররত শিল্পীর পরিবারের সদস্যসহ ২০ সদস্যের একটি ভারতীয় সাংস্কৃতিক দল।

আজ রোববার (০৬ অক্টোবর) বিকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান তারা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন।

শিল্পীর ভাতৃবধূ মনীষা হাজারিকা ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শঙ্করলাল গোয়েঙ্কা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। পরে তারা সমাধি সৌধ ঘুরে দেখেন এবং সমাধি সৌধ চত্বরের বকুলতলায় ভূপেন হাজারিকার দু’টি গান পরিবেশন করেন।