গাইবান্ধার সাঘাটায় আগুনে ঘড়-বাড়ী পুরে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখা
অসহায় ও হত-দরিদ্র মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছে বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখা।
এরি ধারাবাহিকতায় শনিবার (৫ নভেম্বর) বিকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার ৫নং কচুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়াইকান্দি গ্রামে বসতবাড়িতে আগুনে পুরে ছাই হওয়া ক্ষতিগ্রস্থ সবুর মিয়ার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখা।
বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্ত সবুর মিয়ার পরিবারকে ১৫ কেজি চাউল,১ কেজি ডাল,২ লিটার তৈল,২ কেজি আলু,২ কেজি পিয়াজ ১ ডজন ডিম ও গোসল করা ২ পিচ সাবান প্রদান করাহয়।
এ খাদ্য সামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখার আহবায়ক মোঃশাহীন রাড়ী ও শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিটু।
এসময় বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখার আহবায়ক মোঃশাহীন রাড়ী বলেন,আমরা সবসময় সর্বদা অসহায় মানুষের পাশে আছি থাকবো।দৈনিক বাংলাদেশ নামের একটি অনলাইন পেজে সাঘাটার সবুর মিয়ার বসতবাড়ি তে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হওয়ার নিউজ টি দেখতে পেয়ে আমাদের দৃষ্টি গোচর হলে আমরা সবুর মিয়ার পরিবারকে আমাদের সামর্থ অনুযায়ী সহযোগিতা করার জন্য এসেছি।পরবর্তী তে এ ক্ষতিগ্রস্ত পরিবারকে আরো সহযোগিতা করবো।
উল্লেখ্য,গাইবান্ধার সাঘাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে উপজেলার ৫নং কচুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়াইকান্দি গ্রামের সবুর মিয়ার থাকার দুইটি টিনশেট ঘর শনিবার দুপুরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়।
বর্তমানে পরিবারের লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছে।