বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলেন, একমাত্র আওয়ামীলীগ এবং জননেত্রী শেখ হাসিনা যে কথা দেয় সে কথা তিনি রক্ষা করেন। এর বাইরে যারা আছেন বিএনপি, জামাত ও তাদের সাথে যে দল তারা কখনো কথা দিয়ে রক্ষা করেন না বরং উন্নয়নকে ব্যাহত করে।
আজ শনিবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি-জামাতের মিথ্যা গুজবের ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়ে তিনি আরো বলেন, বিএনপি ইতিমধ্যে মিথ্যা গুজব বাংলাদেশ না কি শ্রীলঙ্কা হয়ে যাবে, মিথ্যা গুজব বাংলাদেশের সমস্ত বিদ্যুত বন্ধ হয়ে যাবে এধরনের কথা বলে আমাদের বিশ্বব্যাপী ছোট করছে। শেখ হাসিনা যখনি আন্তর্জাতিক পরিমন্ডলে গেছেন তা সম্ভব হয়ছে সাধান মানুনে সমর্থনের কারনে।
ফারুক খান এমপি আরো বলেন, পদ্মা সেতু হয়ে ভায়া ভাংগা হয়ে বরিশাল পর্যন্ত ৬ লেন রাস্তা হবে কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে কি হবে, এ সব রাস্তা হবে না। একেই তো আমরা গোপালগঞ্জের মানুষ। খালেদা জিয়া তো আওয়ামী লীগকে বলেই দিয়েছে আমরা গোপালী কিন্তু আমরা গোপালী না, আমরা কপালী। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
রাঘদী ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি রবিউল আলম সিকদার, সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা সাহাবুদ্দিন আহম্মেদ, সিনিয়র সহ সভাপতি আরশাফ আলী আশু মিয়া, রাঘদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান রেন্টু হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক কেএম জাকির হোসেন বক্তব্য রাখেন।
পরে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি রবিউল আলম সিকদার ও সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুলকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।