সকলের সযোগীতা কামনা করে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নব নিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মো: নুরুল আনোয়ার বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে পাসপোর্ট অধিদপ্তরকে আরো গতিশিল করে গড়ে তোলা হবে।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন,নতুন দায়িত্ব নিয়ে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এসেছি। এর আগেও আমি এখানে এসেছি,দায়িত্ব পালন করেছি।
এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অধিদপ্তরের পরিচরক আব্দুলাহ আল মামুন,উপপরিচালক আবু নোমান মো: জাকির হোসেন, শাহ মো: ওয়ালিউল্লাহ,গোপালগঞ্জ পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক আশীষ কুমার দাশ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।