গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৩ নং দামোদরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দারিদ্র্য রোগীদের জন্য ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করেছেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
রবিবার দিনব্যাপী রংপুর চক্ষু হাসপাতালের সহযোগিতায় এবং মানবিক সাহায্য সংস্থা -আই কেয়ার প্রোগ্রামের বাস্তবায়নে ইউপি চত্বরে দারিদ্র্য রোগীদের জন্য বিনামূল্যে চোখের চিকিৎসা, ছানি অপারেশন ও লেন্স স্থাপনসহ চশমা প্রদানের উদ্বোধন করেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আঃ রশিদ শেখ,৪ নং ইউপি সদস্য আঃ লতিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত শিবিরে ৬০৬ জন রোগীর ফ্রি সেবাদান করা হয়। এতে ছানি শনাক্ত করা হয় ১৫৩ জন,ফ্রি ছানি অপারেশন ১২০ জন,বিনামূল্যে চশমা বিতরণ ১৪৮ জন,রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা ১৬০ জন।
এ বিষয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আমি দেখেছি আমার এলাকায় চক্ষু রোগীর সংখ্যা প্রায় অনেক এবং অর্থাভাবে তাঁরা চোখের চিকিৎসা করাতে পারে না। তাই নিজ থেকে এ উদ্যোগ গ্রহণ করা। জীবনের সবটুকুই জনগণের উন্নয়নে সপে দিয়েছি। তাদের নিয়েই আমার পথচলা। যতদিন বাঁচবো তাদের সেবা করে যাবো ইনশাআল্লাহ।
সেবাগ্রহীতার মধ্যে এক বয়ষ্ক মহিলা জানান,হামার চেয়ারম্যান অনেক ভালো,তার জন্য আইজকা বিনে ট্যাকায় চোখ দেখপার পানু। আল্লাহ বাবাক ম্যালা দিন বাঁচি রাখুক।