শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Dainik Bangladesh - dainikbd24@gmail.com - facebook.com/Bangladesh24Official

পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পৌরসভা গড়ার সিঁড়িতে গাইবান্ধা পৌরসভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পৌরসভা গড়বার সিঁড়িতে পা ছুঁলো গাইবান্ধা পৌরসভা।আর অল্প কিছুদিন পর নতুন সাজে সাজতে চলেছে গাইবান্ধা শহর।

ধীরে ধীরে হয়ে উঠবে আকর্ষণীয় ও দৃষ্টি নন্দন। জার্মান ভিত্তিক উন্নয়ন ব্যাংক কেএফডাব্লিউর অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন হবে এমন তথ্য জানা গেছে সোমবার গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায়।

গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান ও জার্মান ভিত্তিক উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি জ্যাম আলবার তাদের বক্তব্যে জানান, শ্রীঘই জলবায়ু সহনীয় নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ইউসিআরআইপি)এর আওতায় ১২০ কোটি টাকা ব্যয়ে পরিকল্পিত ও দীর্ঘ মেয়াদীভাবে শহরের জলাবদ্ধতা দূরীকরণ,সৌন্দর্য বর্ধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হতে যাচ্ছে।এই কাজগুলো সম্পন্ন হলে জলাবদ্ধতা নিয়ে গাইবান্ধাবাসীর কষ্ট যেমন দূর হবে তেমনি শহরের সৌন্দর্য বৃদ্ধি ও বিনোদনের জন্য বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা নির্মিত হবে।

উল্লেখিত বিষয়গুলো নিয়ে সোমবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গাইবান্ধা পৌরসভার সদস্য ও কর্মকর্তাবৃন্দ,টিএলসিসির সদস্যবৃন্দ,বিশিষ্ট নাগরিক ও সমাজসেবকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।এতে জার্মান ব্যাংকের সিনিয়র পোটফলিও ম্যানেজার জ্যাম আলবার, প্রিন্সিপাল পোর্টফলিও ম্যানেজার স্টেফনি ক্লাপেননবেচ, টেকনিক্যাল স্পার্ট রেইনার ক্রচে, এলজিইডির প্রকল্প পরিচালক নাজমুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।


গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত গাইবান্ধার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে আলোচনায় অংশ নেন বিশিষ্ট রাজনীতিক সাইফুল আলম সাকা,বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা,বিশিষ্ট চিকিৎসক ফেরদৌস হোসেন মঞ্জু,এনজিও কর্মী আশরাফুল আলম,আবু সাঈদ মো: তুহিন, সাংস্কৃতিক কর্মী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন প্রসাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাহমিদুর রহমান সিজু, গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, আব্দুস সামাদ রোকন, এজেডএম মহিউদ্দিন রিজু, আসাদুজ্জামান হাসু রকিবুল হাসান সুমন, কামাল হোসেন, আবু বকর সিদ্দিক স্বপন, শেখ শাহীন, হুমায়ন কবির স্বপন, মাহফুজা খানম মিতা, মমতা সরকার, সাবিনা ইয়াসমিন, প্রমুখ।