হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের আয়োজনে গত ২১ অক্টোবর শুক্রবার বিকেলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয় ।
হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর মিলনায়তনে অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরেণ্য লেখক বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক অধ্যাপক ডাঃ আনোয়ারা সৈয়দ হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ মাহফুজার রহমান, ডেঙ্গু বিষয়ক সায়েন্টিফিক সেমিনার উপস্থাপন করেন ডাঃ প্রবাল সূত্রধর। স্বাগত বক্তব্য রাখেন ডাঃ মফিজুর রহমান মান্টু, বক্তব্য রাখেন প্রফেসর ডাঃ বিডি বিধু, ডাঃ রওশন আলম,ডাঃ এ এস এম রাহেনুর মন্ডল আপেল, ডাঃ জাহাঙ্গীর কবির পলাশ, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ, নির্বাহী সভাপতি প্রকৌশলী লেখক দেলোয়ার হোসেন রংপুরী।
সেমিনারে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু,এ্যাডভোকেট মাসুম হাসান,স,ম,আমজাদ হোসেন,মাহমুদা চৌধুরী, সুনীল সরকার, সাংবাদিক শাহ আলম, এটিএম মোর্শেদ,পূর্ণিমা রাজ,মিরা রায় প্রমুখ।
সেমিনারে প্রায় ২ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
সেমিনারটি পরিচালনা করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন।