পোড়ানগর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে এ ভবনের শুভ উদ্বোধন করেন,(ধামইরহাট -পত্নিতলা) মাটি ও মানুষের নেতা জনাব শহিদুজ্জামান সরকার বাবলু এমপি।
বিদ্যালয়ের সভাপতি জনাব আজাহার আলী সভাপ্রধানে ও সহকারি শিক্ষক শহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,(ধামইরহাট -পত্নিতলার)মহান সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি।উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব দেলদার হোসেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা অফিসার ইনচার্জ জনাব মোজাম্মেল কাজী, ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী,সহকারি শিক্ষক রাসেদুজ্জামান রাশেদ মাষ্টার সহ প্রধান শিক্ষক তাপস চন্দ্র মন্ডল।
এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।