র্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল গতকাল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ৯নং পীরগঞ্জ ইউনিয়নের চক করিম পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ২৯৮ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন বাড়াইপাড়া (লালদিঘী ফতেপুর) গ্রামের মৃত ইব্রাহীম মিয়ার ছেলে গোলাম রব্বানী (৩৭)।
র্যাব ১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের গোপন অনুসন্ধান চলছে।
রংপুর জেলার পীরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি নিয়মিত মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।