1. info@dainikbd24.com : দৈনিক বাংলাদেশ : দৈনিক বাংলাদেশ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে সুলভ মুল্যে ডিম ও দুধ বিক্রির উদ্বোধন করেন এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি নোবিপ্রবিতে ৩য় বারের মতো ‘গবেষণায় হাতেখড়ি’ অনুষ্ঠিত গাইবান্ধায় ১২০ টাকায় পুলিশে নিয়োগ পেলেন ৫০ জন তরুণ ও ৯জন তরুণী ক্যান্সার রোগে আক্রান্ত দরিদ্র মঞ্জুরানী সবার সাহায্য নিয়ে বাঁচাতে চায়। সাদুল্লাপুরে দুর্ণীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানের পদশূন্য ঘোষণা পলাশবাড়ীতে ব্যবসায়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন ক্ষতিগ্রস্ত ক্রেতার পাশে দাড়ালো পলাশবাড়ী ওয়াল্টন প্লাজা ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। বগুড়া আদমদীঘিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত। গোবিন্দগঞ্জে ৩৯৪ বোতল ফেনসিডিল সহ  গ্রেফতার ২

বগুড়ার আদমদীঘিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা,লুটপাট ও ভাঙচুর।

হুমায়ূন আহমেদ স্টাফ রিপোর্টার,আদমদীঘি বগুড়াঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

বুধবার(১২ আগস্ট) বিকালে বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালিয়ে অফিস কক্ষে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাঙচুর ও পরিষদের আলমারিতে থাকা প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক আবু জানান,বিকেলে ১০-১৫ জনের একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে পরিষদে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।

এসময় তারা পরিষদের সচিব কুদরত-ই-এলাহী ও গ্রাম পুলিশ আয়েন উদ্দীনকে বেধড়ক মারপিট করে আহত করে। আহত গ্রাম পুলিশ আয়েন উদ্দীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান,সন্ত্রাসীরা পরিষদে ঢুকেই গ্রাম পুলিশ ও সচিবকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে আহত করে।পরে তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি,আসবাবপত্রসহ কম্পিউটারও ভাঙচুর করে। এরপর তারা পরিষদের আলমারিতে থাকা প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে চলে যায়।

চেয়ারম্যান আরও জানান,কেন তারা পরিষদে এ ধরনের হামলা চালিয়েছেন তা তিনি জানেন না। সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর...

© All Rights Reserved© 2022 DainikBD24

Theme Customized BY Sky Host BD