বুধবার(১২ আগস্ট) বিকালে বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালিয়ে অফিস কক্ষে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাঙচুর ও পরিষদের আলমারিতে থাকা প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক আবু জানান,বিকেলে ১০-১৫ জনের একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে পরিষদে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।
এসময় তারা পরিষদের সচিব কুদরত-ই-এলাহী ও গ্রাম পুলিশ আয়েন উদ্দীনকে বেধড়ক মারপিট করে আহত করে। আহত গ্রাম পুলিশ আয়েন উদ্দীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান,সন্ত্রাসীরা পরিষদে ঢুকেই গ্রাম পুলিশ ও সচিবকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে আহত করে।পরে তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি,আসবাবপত্রসহ কম্পিউটারও ভাঙচুর করে। এরপর তারা পরিষদের আলমারিতে থাকা প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে চলে যায়।
চেয়ারম্যান আরও জানান,কেন তারা পরিষদে এ ধরনের হামলা চালিয়েছেন তা তিনি জানেন না। সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।