1. info@dainikbd24.com : দৈনিক বাংলাদেশ : দৈনিক বাংলাদেশ
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরের নলডাঙ্গায় হেরোইন সহ একজন আটক মেধাবী স্কুল ছাত্র জিসানকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরে ট্রাক মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে আহতসহ নিহত এক আটঘরিয়ায়  বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা  ও ঔষধ প্রদান  আবাসিক হল থেকে নোবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  পলাশবাড়ীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর হস্তান্তরের লক্ষ্যে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের প্রেস বিফ্রিং অনুষ্ঠিত- স্ত্রী কর্তৃক প্রতিবন্ধী স্বামীকে হত্যার চেষ্টা বিচার দাবিতে মানববন্ধন ফুলছড়িতে আশ্রয়ণ প্রকল্পের জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং পার্বতীপুরে একটি গাভীর একই সঙ্গে চার বাছুরের জন্মদান নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন 

বগুড়ার আদমদীঘিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা,লুটপাট ও ভাঙচুর।

হুমায়ূন আহমেদ স্টাফ রিপোর্টার,আদমদীঘি বগুড়াঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

বুধবার(১২ আগস্ট) বিকালে বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালিয়ে অফিস কক্ষে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাঙচুর ও পরিষদের আলমারিতে থাকা প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক আবু জানান,বিকেলে ১০-১৫ জনের একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে পরিষদে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।

এসময় তারা পরিষদের সচিব কুদরত-ই-এলাহী ও গ্রাম পুলিশ আয়েন উদ্দীনকে বেধড়ক মারপিট করে আহত করে। আহত গ্রাম পুলিশ আয়েন উদ্দীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান,সন্ত্রাসীরা পরিষদে ঢুকেই গ্রাম পুলিশ ও সচিবকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে আহত করে।পরে তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি,আসবাবপত্রসহ কম্পিউটারও ভাঙচুর করে। এরপর তারা পরিষদের আলমারিতে থাকা প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে চলে যায়।

চেয়ারম্যান আরও জানান,কেন তারা পরিষদে এ ধরনের হামলা চালিয়েছেন তা তিনি জানেন না। সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর...

© All Rights Reserved© 2022 DainikBD24

Theme Customized BY Sky Host BD