শনিবার (৮ অক্টোবর) সকালে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত হলেন,গাইবান্ধা সদর উপজেলার ধানঘড়া গ্রামের মুনছুর আলীর ছেলে মনজু মিয়া (৪৪) ও ফরিজল হকের ছেলে তাজুল ইসলাম (৪৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার ( ৭ অক্টোবর ) র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা শহরের সার্কিট হাউজ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ মাদকদ্রব্য ১০০ বোতল ফেনসিডিলসহ ওই দুইজনকে আটক করা হয়।
এ বিষয়ে মাহমুদ বশির আহমেদ জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।আসামিদের বিরুদ্ধে সদর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দ্বায়ের করেছে এবং তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।