আবারো এটি এস আই জসিমের সাহসিকতায় দুই মাদক কারবারি আট
মোঃতৌহিদুর রহমান তুহিন গাইবান্ধা
গাইবান্ধায় আবারো এটি এস আই জসিমের সাহসিকতায় ১০ কেজি গাজা সহ দুই মাদককারবারি কে আটক করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ।
২২ আগস্ট বৃহস্পতিবার সকালে গাইবান্ধা জেলা পুলিশ লাইনের গেটের সামন থেকে মাদককারবারি মতিউর রহমান ও সুজনকে আটক করা হয়।
এসময় তাদের মোটরসাইকেলে সাদা পলিথিনে মোড়ানো ১০ কেজি গাজা উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃত মতিউর ও সুজন লালমনিরহাট জেলার সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুল গাছ গ্রামের বাসিন্দা।
জানা যায়,সকাল ৭ টার দিকে মতিউর ও সুজন মোটরসাইকেলে করে গাইবান্ধা শহরের পুলিশ লাইন বোর্ডবাজার এলাকা পাড় হয়ে যাওয়ার সময় এটি এস আই জসিম গাইবান্ধা জেলা পুলিশ লাইনের গেটের সামনে তাদের সিগন্যাল দিলে তারা মোটরসাইকেল রাস্তার উপর ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পরবর্তীতে এটি এস আই জসিম ও স্থানীয় এলাকাবাসী সহ তাদের কে ধাওয়া করে তাদের আটক করে।
এসময় আটককৃত মতিউর ও সুজনের গাড়িতে রাখা সাদা পলিথিনে মোড়ানো তিনটি ব্যাগ থেকে স্থানীয় জনগণের সামনে চেক করাহলে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়।
পরবর্তীতে এটি এস আই জসিম বিষয় টি কন্ট্রোল রুমে জানালে ডিবি অফিসার ইনচার্জ মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি টিম এসে মতিউর ও সুজন কে ১০ কেজি গাজাসহ আটক করে।সেই সাথে বাজাজ ডিসকোভার লাল রঙ্গের একটি গাড়িও জব্দ করে।
এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।