গাইবান্ধার সাঘাটা উপজেলার (সাঘাটা -জুমারবাড়ী রাস্তার)আমদির পাড়া গ্রামস্থ মতলুর গেট(বটতলী) সংলগ্ন পাকা রাস্তায় মোটরসাইকেল দূর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার(১৭ সেপ্টেম্বর)দুপুর দেরটা সময় জনৈক মতলুবর রহমান(৬০) নামের এক মুদি দোকানদার তার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তার পেছনে ধাক্কা দেয়। পরে,এলাকার লোকজন ঘটনাস্থলে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর জরুরি বিভাগে নেয়।
এসময় কর্তব্যরত ডাক্তার তাকে আশঙ্কাজনক দেখে উন্নতচিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
পরবর্তীতে,মতলুবুর রহমানকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
মৃত্যু মতলুবর হলেন,সাঘাটা উপজেলার আমদির পাড়া গ্রামের মৃত্যু রজব আলীর ছেলে মতলুবর রহমান(৬০)। মোটরসাইকেল চালক সাঘাটা উপজেলার আব্দুল্যারপাড়া গ্রামের আব্দুল লতিফের এর ছেলে খায়রুল ইসলাম (২১)ও তার সঙ্গে গাড়ীতে আরো দুই জন আরোহী ছিল তারা হলেন,সাঘাটা উপজেলার জুমারবাড়ী গ্রামের অন্তর এর ছেলে ফজলের রাব্বী( ২১) একই উপজেলার আব্দুল্যার পাড়া গ্রামের মৃত্যু সুজা মিয়ার ছেলে সবুজ মিয়া (২০)।
পরে, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল যায়। ঘটনার বেগতি দেখে মোটরসাইল আরোহী দুজন পালিয়ে গেলেও চালক খায়রুলক সহ গাড়ী আটক করে থানাপুলিশ।