স্টাফ রিপোর্টারঃ
অতীতের ভেদাভেদ ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নৌকা মার্কাকে বিজয়ী করার আহবান জানিয়েছেন গাইবান্ধা ৫ সাঘাটা-ফুলছড়ি আসনের নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন।
গাইবান্ধা ৫ সাঘাটা-ফুলছড়ি শূন্য আসনে আওয়ামী লীগ মনোনীত প্রাথী সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন ১২ সেপ্টেম্বর সন্ধায় বোনারপাড়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় উপরক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি আরো বলেন,আমি নির্বাচিত হলে সাঘাটা-ফুলছড়িকে পৌরসভা,গাইবান্ধা বোনারপাড়া হয়ে জুমারবাড়ী পর্যন্ত,বোনারপাড়া হতে গোবিন্দগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজ করবো।এবং বিশেষ প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলে উন্নয়ন ঘটাবো।
এছাড়াও সাঘাটা ফুলছড়ি উপজেলার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাল্লাহ।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে অতীতের ভেদাভেদ ভুলে গিয়ে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নৌকা মার্কাকে বিজয়ী করার আহবান জানান।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি জিএম সেলিম পারভেজ,সাঘাটা উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড: এস এম সামশীল আরেফিন টিটু,সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হায়দার আলী,বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু,যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আফজাল হোসেন ও আশরাফুল আলম আজাদ সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।