1. info@dainikbd24.com : দৈনিক বাংলাদেশ : দৈনিক বাংলাদেশ
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
সার্বিক কর্ম মুল্যায়নে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হলো আদিতমারী গণতন্ত্র হত্যার কলঙ্কজনক অধ্যায় জিয়ার হ্যাঁ-না ভোট: জয় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা ফুলছড়িতে গনবিবাহ রেজিষ্ট্রেশন ক্যাম্পেইন ও দেনমোহর প্রদান অনুষ্ঠিত উপহারের ঘরে থাকা মজিরনের এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫৪ হাজার টাকা গোবিন্দগঞ্জে ব্যাংক ডাকাতির রহস্য উন্মোচন,টাকা উদ্ধার পলাশবাড়ীতে অনুর্ধ্ব ১২ গাইবান্ধা জেলা ফুটবল দলের ১০ দিন ব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন অবশেষে শিশু বাইজিদ এর হত্যাকারীদের মূলহোতা সেরেকুল গ্রেফতার নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ হুইপ গিনি এমপি’র গেটম্যান ছাড়াই ট্রেন দুর্ঘটনা রুখবে অ্যাডভান্স রেলগেট সিস্টেম।

সাঘাটা- ফুলছড়ি উপনির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলা 

নিজম্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদের গাইবান্ধা ৩৩ সাঘাটা- ফুলছড়ি উপ -নির্বাচনে বঙ্গবন্ধুর অন্যতম ঘনিষ্ঠ সহযোদ্ধা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,৭২ এর সংবিধান প্রনয়ন কমিটির অন্যতম সদস্য,সংসদের সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ(১৯৭৯),ততোধিকবার সাবেক বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য,জেলা গভর্নর ,বাংলাদেশ আওয়ামী লীগের বৃহত্তর রংপুর জেলা ও গাইবান্ধা জেলার সাবেক সভাপতি এবং সাঘাটা ও ফুলছড়ি-গাইবান্ধা সদর উপজেলা থেকে ১বার,গাইবান্ধা সদর থেকে ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য,(এম,এন ,এ)ও এম পি মরহুম লুৎফর রহমান সাহেবের স্নেহধন্য নাতনি,এবং গাইবান্ধা জেলার শাখার সাবেক সাধারণ সম্পাদক,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বীর মুক্তিযোদ্ধা,বোনার পাড়া কলেজের প্রতিষ্ঠাতা,জননেতা,বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ আতাউর রহমানের-সু-যোগ্য জৈষ্ঠ্য কন্যা,৯০ইং দশকের দুঃসময় ও দূর্দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে,সর্বদলীয় ছাত্র‌ঐক্যের আন্দোলনের সক্রিয় কর্মী, সাহসী রাজপথের সৈনিক,বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বাযক,রাজপথের পরিশ্রমী যুবলীগ নেত্রী,মহিলা বিষয়ক সম্পাদক বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম(বসাফো)কেন্দ্রীয় পরিষদ,এবং জননেত্রী শেখ হাসিনার সক্রিয় কর্মী উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলা  ৮/৯/২০২২ইং ধানমন্ডিস্হ ৩/এ -র দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমাদান কালে তিনি বলেন,মহান আল্লাহ পাকের উপর প্রার্থনা রেখে মনোনয়ন পত্র জমা দিলাম।
তিনি মনোনয়ন পেলে নারী অধিকার প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাবেন।
এলাকায় মরহুম ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া
এমপি মহোদয়ের রুহের মাগফিরাত কামনা করে তিনি আরো বলেন,তাঁর সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করে,সাধারণ মানুষের সুখে দুখে পাশে থেকে সকলের সেবা করার কথাও জানান।প্রতিবছর বন্যা প্লাবিত সাঘাটা ফুলছড়ি এলাকা বিশেষ করে ফুলছড়ি উপজেলার  নদীর ভাঙন রোধে গুরুত্বের সাথে যথাযথ ব্যবস্থা করবেন বলে ও জানান।
তিনি বলেন,সাঘাটা ও ফুলছড়ির মানুষ আমাকে ভালবাসে। বাবা ও নানার  আওয়ামী রাজনীতি-তে বিশেষ অবদান রয়েছে,আমি ও ছাত্র জীবন থেকেই অনেক প্রতিকূলতা সত্ত্বেও তাদের পাশে আছি।
তারা আমার বাবার অবর্তমানে আমাকে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী হতে, উৎসাহিত  করেছেন।এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বিবেচনা করবেন বলে আশা করি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, এবং বাংলাদেশ আওয়ামীলীগের মাননীয়
সভাপতি মানবতার মা,প্রিয় নেত্রী,জননেত্রী শেখ হাসিনার অনুগ্রহ প্রার্থনা করে বলেন,প্রিয় নেত্রীর সিদ্ধান্ত -ই চুড়ান্ত। তিনি যাকেই নৌকা প্রতীক দেবেন আমি জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ আসনটিতে সম্পুর্ন সমর্থন দিয়েই নৌকা মার্কার পক্ষে কাজ করব ইনশাল্লাহ।
উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলা  সাঘাটা ও ফুলছড়ি উপজেলার সর্বস্তরের জনগণ ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া,এবং সমর্থন কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর...

© All Rights Reserved© 2022 DainikBD24

Theme Customized BY Sky Host BD