আশরাফুজ্জামান সরকার,স্টাফ রিপোর্টারঃ
জাতীয় যুব জোটের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা যুব জোটের আয়োজনে গতকাল ২ সেপ্টেম্বর শুক্রবার বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
কর্মসূচীর শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করা প্রতিষ্ঠা বার্ষিকীতে যুব জোটের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
পৌর শহরের ২ নং রেলগেট এলাকায় জেলা জাসদ কার্যালয়ে আলোচনা সভা জেলা যুব জোটের সভাপতি সুজন প্রসাদের সভাপতিত্বে ও সহ সভাপতি আনোয়ার পারভেজ বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম বাবু, যুব নেতা সফিজল হক, শাহাদত হোসেন সবুজ, দুর্লভ প্রধান,মিজানুর রহমান সিদ্দিক,আমিনুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির রানাসহ অন্যান্যরা।
আলোচনা শেষে একটি বিশাল র্র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।