নিজস্ব প্রতিবেদকঃ
ফেনী শহরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা (২৫) নামে এক প্রসূতি।
বৃহস্পতিবার(১ আগস্ট)বিকেলে শহরের জেড ইউ মডেল হাসপাতালে সিজার করার মাধ্যমে সন্তানদের জন্ম দেন তিনি।প্রসূতির পরিবার ও স্বজনদের মধ্যে বইছে আনন্দের বন্যা।
ফারজানা খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সোনাইপুল এলাকার মুদি দোকানী মো. আলমগীরের স্ত্রী।
এদিকে একসঙ্গে চার শিশু সময়ের আগেই জন্ম নেয়ায় তাদের ওজন কম হয়েছে। তাদের দুজনের শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। তাদের হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রসূতির স্বামী আলমগীর হোসেন জানান,বৃহস্পতিবার সকালে ফারজানার প্রসবব্যথা উঠলে তাকে দ্রুত জেলা শহরের জেড ইউ মডেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানেই বিকেলে ডা.রোকসানা বেগম স্বপ্নার তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে চার সন্তান প্রসব করেন।
প্রথমে এক কন্যা সন্তান; তারপর একে একে তিন ছেলের জন্ম দেন মা। মা ও সন্তানদের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রয়েছে।