রংপুর প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ৪৬- তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ই ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ ২৭ ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ৪৬- তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের বিশেষ অনুষ্ঠান বিকেল ৫ টায় পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ। “নজরুলের নিষিদ্ধ গ্রন্থ ও তাঁর ভাবনা ” শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদের সহ সভাপতি সুনীল সরকার। প্রবন্ধের উপর সম্পুরক আলোচনা করেন পরিষদের সাবেক সভাপতি ডা.মফিজুল ইসলাম মান্টু ও ড. নাসিমা আকতার। নিবেদিত কবিতা পাঠে অংশ নেন সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন,খন্দকার মাহফুজার রহমান, হেলেন আরা সিডনী, মাহমুদ ইলাহী মন্ডল, সরকার বাবলু, জয়িতা নাসরিন নাজ,আফজাল হোসেন।
কাজী নজরুলের কবিতা আবৃত্তিতে সমবেত ও এককভাবে অংশ নেন মেহেদী মাসুদ,আরাফাতে জান্নাত স্মৃতি, সুমাইয়া শুধু, আব্দুল কুদ্দুস, মামুন উর রশিদ, মনিরা আকতার, আব্দুছ ছালাম, পূর্ণিমা রাজ, নীরেশ মুখার্জী, তরণী কান্ত অধিকারী, মেসবাউর রহমান, মনীষা আকতার, মাজহার মোর্শেদ মনিরা পারভীন পপি। কাজী নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত চন্দ্র খাঁ, সাবেক যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র বর্মা, লেখক ও রাজনীতিবিদ শ ম আমজাদ হোসেন সরকার, এড. মাসুম হাসান, অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁদ। নজরুল সঙ্গীত পরিবেশন করেন নারায়ণ চন্দ্র বর্মা, শম্ভু চরণ দাস, অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁদ, রতন কুমার সরকার, নীল রতন সরকার। তবলায় সহযোগিতা করেন বিমলেন্দু মুখার্জী সন্জয়। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন তৃপ্তি দত্ত, পুষ্পজিৎ রায়, রেজাউল করিম জীবন, মাহমুদা চৌধুরী প্রমুখ।
পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন তাজুল ইসলাম।