মীর ইমরান-মাদারীপুর নিজস্ব প্রতিবেদকঃ
মাদারীপুররের শিবচরে বিদুৎ স্পৃষ্ট হয়ে ঈশিতা নামের (৭)এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আয়ান (৬) নামের এক শিশু। উভয় শিশু সম্পর্ক চাচাতা ভাই ও বোন।
শুক্রবার রাত ১২টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ঈশিতা।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে বিদুৎ স্পৃষ্টে গুরতর আহত হয় শিশুটি।
নিহত ঈশিতা উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের রাজারচর মাল্লা কান্দি গ্রামের ইলিয়াস মুন্সির মেয়ে।
স্থানীয় লোকজনের বরাদ দিয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন জানান,শুক্রবার সন্ধ্যায় দুই চাচাত ভাইবোন ঈশিতা ও আয়ান বাড়ির ছাদে খেলছিল।খেলার একসময় ছাদের পাশ দিয় ঝুঁলান্ত পল্লিবিদু্ৎতের তারের সঙ্গে একটি লোহার পাইপ স্পর্শ করলে দুজনই বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
এতে তাদের শরীরর বিভিন্ন অংশ পুড়ে যায়।এসময় দ্রুত তাদেরকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নেওয়া হয়।পরবর্তীতে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে চিকিৎসক।
রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঈশিতা মারা যায়। অপর শিশু আয়ান চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান,’বিদুৎ স্পৃষ্টে ঈশিতা নামের শিশুটির মৃত্যু খবর পেয়েছি।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরিবার থেকে কোনো অভিযোগ আসনি।