লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৮৬ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল এবং ফেন্সিডিল বহনকারী প্রাইভেট কারসহ ১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার(১৯ আগস্ট)বিকালে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানা এর নেতৃত্বে বিশেষ মাদক বিরোধী অভিযানে কালীগঞ্জ থানার কাকিনা বাজার থেকে রংপুর গামী রাস্তার উত্তর পাশ থেকে মোঃ শফিকুল ইসলাম এর চালিত প্রাইভেট কার এর ব্যাকডালার ভিতর থেকে লাল রংয়ের প্লাস্টিকের নেটের বস্তার ভিতরে রক্ষিত অবস্থায় থাকা ৮ পোটলা মাদকদ্রব্য ফেন্সিডিল যা গননা করে মোট ২৮৬ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মোঃ শফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং অপর আসামি মোঃ মমিনুর কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মাদক মামলা দ্বায়ের করা হয়েছে।