শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Dainik Bangladesh - dainikbd24@gmail.com - facebook.com/Bangladesh24Official

ভ্যানচালক বাবার আকুতি প্রতিবন্ধী ছেলের জন্য একটি হুইল চেয়ারের

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

 

শারীরিক প্রতিবন্ধী রবিউল ইসলাম একটি চেয়ারের অভাবে চলাফেরা করতে পারছেনা।তাই ভ্যানচালক বাবার আকুতি প্রতিবন্ধী ছেলের জন্য একটি হুইল চেয়ারের।

 

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া ফকিরপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী রবিউল (১৫)।জম্মের পর থেকেই হাত ও পা মোরানো।

একটি হুইল চেয়ারের অভাবে ১৫ বছর ধরে মানবেতর জীবন যাপন করছে সে।রবিউল এর পরিবারের আকুতি,তার একটি হুইল চেয়ারের প্রয়োজন।

জানা যায়,পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া গ্রামের ভ্যানচালক আলাল মিয়ার ছেলে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী।

চারটি হাত পায়েই তার নষ্ট। হাত ও পা দিয়ে কোনও ভাবেই হাটা চলা করতে পারে না। হাত ও পায়ের অধিকাংশই বাঁকা।চলাচল করতে খুব কষ্ট হয় রবিউল এর।

রবিউল এর বাবা জানান,হুইল চেয়ার কিনে দেওয়ার মত সামর্থ্য নেই আমার।একটি হুইল চেয়ার জন্য অনেকের কাছে গিয়েছি কেউ সহযোগীতা করেনি।
হুইল চেয়ার হলে কিছুটা স্বাভাবিক ভাবে চলাচল করতে পারবে আমার ছেলেটি।