স্টাফ রিপোর্টরঃ
গাইবান্ধার সাঘাটায় রবিবার(৭ জুলাই)বিকালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপির স্মরনে স্থানীয় উল্যাসোনাতলা উচ্চ বিদ্যালয় মাঠে ৫ নং কচুয়া ইউনিয়ন বাসীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা জজ কোর্টের সাবেক পিপি এ্যাড. শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন,ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান রোকন,
ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান,সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন,গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড আলমগীর,মরহুম ডেপুটি স্পিকারের ভাতিজা শৈকত রাব্বী ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মরহুম ডেপুটি স্পিকারের কন্যা ফারজনা রাব্বী বুবলী সহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন,কচুয়া ইউনিয়ন বাসী সহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্র লীগ,কৃষক লীগ সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন,আমরা আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা মিলে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করবো ও মরহুম ডেপুটি স্পিকারের জন্য দোয়া করবো যেনো মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করে।সেই সাথে মরহুম ডেপুটি স্পিকারের যোগ্য উত্তরসূরী তার কন্যা ফারজানা রাব্বী বুবলীকে তার পিতার আসনে আমরা এমপি হিসেবে দেখতে চাই।কারন স্পিকারের অসমাপ্ত কাজগুলো যেনো সমাপ্ত করতে পারে।এজন্য সাঘাটা ফুলছড়ি উপ- নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী বুবলীকে নৌকা মার্কা হাতে তুলে দিবে এটা আমাদের জোর দাবি।
বক্তব্য শেষে,১৫ আগস্টে সকল শহীদের ও বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় ও উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ জাতীয় আরো খবর...