সাদুল্লাপুর প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সমাজকর্ম ও শিশু সূরক্ষায় সমাজকর্মীর গুরুত্ব শীর্ষক র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ আগষ্ট সকালে আগষ্ট মাস জাতীয় শোকের মাসের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে সমাজ সেবা কার্যালয়ের আয়োজিত একটি র্যালি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজকর্ম ও শিশু সূরক্ষায় সমাজকর্মীর গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবার মানবিক অফিসার মানিক চন্দ্র রায় এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রোকসানা বেগম।আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা শাহরিয়ার খাঁন বিপ্লব।
এসময় সমাজ সেবা অফিসার শ্রী মানিক চন্দ্র রায় বলেন,আমাদের অফিসের ইউনিয়নের দ্বায়িত্বরত সমাজকর্মী দের গুরুত দিয়ে সমাজকর্ম ও নারী নির্যাতনে সবাইকে সচেতন হতে হবে ও সহযোগিতা করতে হবে।পাশাপাশি সরকারী হট লাইন সেবা গ্রহনের অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন ধাপেরহাট ইউনিয়ন এর দ্বায়ীত্বরত সমাজকর্মী জনাব নাজমুল হাসান সহ সকল ইউনিয়নের সমাজকর্মীগন,ভাইস চেয়ারম্যান, আমন্ত্রিত অতিথি বৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।