স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে ২২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ পুর্ণ সরকার নামে এক মাদকারবারি কে গ্রেফতার করেছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়,গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিতুল ইসলাম বিপিএম এর নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ সুলতান মাহমুদ এর নেতৃত্বে এ এস আই (নিঃ) রাম চন্দ্র প্রামানিক,পলাশবাড়ী থানাধীন দুবলাগাড়ী মৌজাস্থ জনৈক মোঃ আশরাফুল ইসলামের দোকানের পশ্চিম পার্শ্বে ঢাকা মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে আজ ৩ আগস্ট বেলা আড়াইটার সময় যাত্রীবাহী বাস 5 স্টার ক্লাসিক পরিবহন যার রেজি নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৪৯৪৬ থামিয়ে চেকিং করাকালে মাদককারবারি শ্রী পুর্ন সরকার (৩৫)এর নিকট থেকে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদককারবারি শ্রী পুর্ন সরকার (৩৫) কুড়িগ্রাম জেলার ফুরবাড়ী থানার ধর্মপুর কাশি পুর গ্রামের মৃত শুরিন সরকারের ছেলে।
এবিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত মাদককারবারির বিরুদ্ধে পলাশবাড়ী থানার মামলা নং-০২/২০৫, তারিখ-৩০/০৩/২০২২, ধারা-৩৬(১) এর ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ দ্বায়ের করা হয়।