সাদুল্লাপুর গাইবান্ধা প্রতিনিধিঃ
শোকাবহ আগস্টের প্রথম দিনে গাইবান্ধার সাদুল্লাপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলা ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান রুবেলের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এসময় মনজিল সরকার, মাহমুদুল হাসান শুভ, আরব মিয়া, মেহেদী হাসান মানিক, আকতারুজ্জামান, রাফসান নিশাদ, বেলাল মিয়া, ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান রুবেল বলেন, মানব সভ্যতা ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত শোকাবহ আগস্ট মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানো বেদনাবিধূর মাসের আজ প্রথম দিন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করে ঘাতক চক্ররা।
তিনি আরও বলেন, ত্যাগ, সংগ্রাম, বীরত্বপূর্ণ নেতৃত্বের দৃঢ় প্রত্যয়ে রাজনৈতিক দূরদর্শিতা ও আদর্শের দ্বারা জাতির পিতা বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিলেন।