পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে মেরিন একাডেমীতে অধ্যয়নরত ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় ব্যাচের ছাত্র আবদুল্লাহ ইবনে ভূবন নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
মেরিন একাডেমীর এ্যাডজুটেন্ট লেঃ কমান্ডার এস.এম জায়েদুল ইসলাম জানান, পবিত্র ঈদ-উল-আযহার ছুটি শেষে গত শুক্রবার সব ছাত্র পীরগঞ্জে মেরিন একাডেমীতে ফেরেন। ওই দিন সব ছাত্রের তাপমাত্রা পরীক্ষা করে ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় ব্যাচের ছাত্র আবদুল্লাহ ইবনে ভূবন এর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশী হলে আইসোলেশনে রাখা হয়।
শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ওই দিন বিকালে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
গতকাল দুপুরে মেরিন একাডেমিতে জানাযা শেষে লাশবাহী ফ্রিজিং গাড়ীতে করে তাঁর গ্রামের বাড়ী খুলনা জেলার ফুলতলায় পাঠানো হয়। তাঁর বাবার নাম এমদাদুল হক।