তাওহিদুজ্জামান জীবন,বিশেষ প্রতিনিধি(জামালপুর)
জামালপুরের দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।আহত হয়েছে আরো এক ছাত্র।
নিহত রাশেদুল ইসলাম (১৪) দেওয়ানগঞ্জ উপজেলার বাউলপাড়া গ্রামের আবুল হাসেমের পুত্র এবং স্থানীয় মিতালি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান,মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে মোটর সাইকেলে সানন্দবাড়ি বাজারের উদ্দেশ্য রওনা দেয়। গাছবাড়ি ব্রিজে উঠার সময় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ব্রিজের উপরে পড়ে ঘটনাস্থলেই রাশেদুল মারা যায়। গুরুতর আহত হয় একই গ্রামের হযরত আলীর পুত্র স্বাধীন মিয়া (১৫)। স্বাধীন একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গুরুতর আহত স্বাধীনকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর জোয়াহের হোসেন খান জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।