শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Dainik Bangladesh - dainikbd24@gmail.com - facebook.com/Bangladesh24Official

গাইবান্ধায় বন্যা কবলিত ৩শ পরিবারের মাঝে জেলা প্রশাসকের খাদ্য বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ জুন, ২০২২

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

 

গাইবান্ধার কামারজানিতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ৩শত পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছেন জেলা প্রশাসক অলিউর রহমান।

বৃহস্পতিবার(২৩ জুন)গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্থদের দুঃখ কষ্ট স্বচক্ষে দেখে ৩শ পরিবারকে চাল,শুকনা খাবার ও গো-খাদ্য বিতরণ করেন।

এসময় ক্ষতিগ্রস্থদের মাঝে ২শ পরিবারকে ১০কেজি করে চাল,১শ পরিবারকে শুকনা খাবার হিসাবে ১ কেজি চাল,১কেজি ডাল,সয়াবিন তেল ১ লিটার,১ কেজি লবন,১ কেজি চিনি সহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়।

এসব খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ শরীফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজওয়ান হোসেন, সহকারি কমিশনার ভূমি রেজাউল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুয়েল, কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান সহ অনেকে।