1. info@dainikbd24.com : দৈনিক বাংলাদেশ : দৈনিক বাংলাদেশ
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
সার্বিক কর্ম মুল্যায়নে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হলো আদিতমারী গণতন্ত্র হত্যার কলঙ্কজনক অধ্যায় জিয়ার হ্যাঁ-না ভোট: জয় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা ফুলছড়িতে গনবিবাহ রেজিষ্ট্রেশন ক্যাম্পেইন ও দেনমোহর প্রদান অনুষ্ঠিত উপহারের ঘরে থাকা মজিরনের এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫৪ হাজার টাকা গোবিন্দগঞ্জে ব্যাংক ডাকাতির রহস্য উন্মোচন,টাকা উদ্ধার পলাশবাড়ীতে অনুর্ধ্ব ১২ গাইবান্ধা জেলা ফুটবল দলের ১০ দিন ব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন অবশেষে শিশু বাইজিদ এর হত্যাকারীদের মূলহোতা সেরেকুল গ্রেফতার নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ হুইপ গিনি এমপি’র গেটম্যান ছাড়াই ট্রেন দুর্ঘটনা রুখবে অ্যাডভান্স রেলগেট সিস্টেম।

রংপুরে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের বর্ষার কবিতা উৎসব অনুষ্ঠিত

নিজম্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

 

 

হিমালয়ের জলে,তিস্তার তীরে’- এ শ্লোগানকে সামনে রেখে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর আয়োজনে রংপুর জেলার গংগাচড়া উপজেলার মহিপুরস্থ শেখ হাসিনা সেতুর সন্নিকটে তিস্তা নদীর তীরে তিস্তা প্যারাডাইস রিসোর্টে ”বর্ষার কবিতা উৎসব ২০২২’ অনুষ্ঠিত হয়।

গত ১৭ জুন শুক্রবার সকাল থেকে সন্ধ্যাব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক প্রোথিতযশা লেখক, কবি ও সাংস্কৃতিক কর্মী অংশ গ্রহণ করেন। সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে লেখক, গবেষক, বিশিষ্ট শিক্ষাবিদ রংপুর সাহিত্য পরিষদের সাবেক সভাপতি প্রফেসর শাহ আলমসহ লেখক,গবেষক ও বিশিষ্ট সংগঠক, রংপুরের ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন অভিযাত্রিক এর সভাপতি রানা মাসুদ, লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদের উপদেষ্টা বিশিষ্ট কবি, ছড়াকার আতাউর মালেক, সাধারণ সম্পাদক ইরাশাদ জামিল, অভিযাত্রিক এর সম্পাদক বিশিষ্ট কবি, শিল্পী, গীতিকার, নাট্যকার সাঈদ সায়েদুল ইসলাম, মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন প্রমূখ উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি, সাংবাদিক ও সংগঠক আবু নাসের সিদ্দিক তুহিনের সঞ্চালনায় পরিবেশিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর রংপুর বিভাগের সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের নিবার্হী সভাপতি ডাঃ নাজিরা পারভীন টপি, সাধারণ সম্পাদক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, ঘোড়াঘাট শাখার সভাপতি কবি আব্দুল হাদী, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি কবি বাহাদুর, রংপুরের সমাজসেবক ও উন্নয়ন কর্মী দেলোয়ার হোসেন। এ ছাড়াও স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি আব্দুল হাদী, শরীফুর রহমান, কবি নাজিরা পারভীন, কবি মাজহার মোর্শেদ, ইরশাদুল জামিল, কবি লুৎফর রহমান, কবি আবুল কালাম আজাদ, কবি এম বাহাদুর, কবি দেলোয়ার হোসেন, কবি নিরু আরজুমান লাভলী, কবি মাহমুদা চৌধুরী, সম্পা রাণী মোহন্ত, কবি জেসমিন খুশি, কবি হেলেন আরা সিডনি, পূর্ণিমা রাজ, কবি আব্দুস সালাম, কবি আহসানুল হাবিব মন্ডল, হেকিম কবি আতাউর রহমান কবি আকতারুজ্জামান সুলতান, কবি টি আই এম অন্তর, কামরুজ্জামান বাদশাহ প্রমুখ।

তিস্তা প্যারাডাইস রিসোর্টের কাঠের দ্বিতল মঞ্চে অনুষ্ঠিত এ আয়োজনে বর্ষার উপর স্বরচিত কবিতা ও ছড়া লেখা ও আবৃত্তি প্রতিযোগিতা, তিস্তার নৈসর্গিক সৌন্দর্য অবলোকন, গান, লটারি ও পুরস্কার বিতরণ করা হয়।

প্রকৃতি, নদী ও বর্ষা নিয়ে লেখা কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় কবি ইরশাদ জামিল প্রথম, কবি শরিফুর রহমান দ্বিতীয়, এবং কবি আব্দুছ ছালাম তৃতীয় স্থান অধিকার করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীগণের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর...

© All Rights Reserved© 2022 DainikBD24

Theme Customized BY Sky Host BD