শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Dainik Bangladesh - dainikbd24@gmail.com - facebook.com/Bangladesh24Official

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়,অস্ত্র-গোলাবারুদ উদ্ধার।

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ জুন, ২০২২

 বিশেষ প্রতিনিধি :

 

 

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।এ সময় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি অটোমেটিক এসল্ট অত্যাধুনিক বিদেশী রাইফেল (COLT, USA) ও ৪ শত ৯১ রাউন্ড তাজাগুলি উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৬ জুন) রাতে ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের এম ব্লকে ৮ এপিবিএন এর টহলদল কে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা,পরে আত্মরক্ষায় গুলি ছোড়েন এপিবিএন সদস্যরা।

উল্লেখ্য গত,এক সপ্তাহ আগে ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়ে ওই ক্যাম্পের বি ব্লকের হেড মাঝি আজিম উদ্দিন কে হত্যা করে সন্ত্রাসীরা।

বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসাইন বলেন,ঘটনার পর ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।