ফুলছড়ি প্রতিনিধিঃ
অন লাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘গ্রামীন নিউজ২৪’ ৫ বছরে পদার্পন করায় গাইবান্ধার ফুলছড়িতে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক এর সভাপতিত্বে, সাধারন সম্পাদক শাহ আলম যাদু’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, গ্রামীন নিউজ২৪ এর সম্পাদক সাহিম রেজা।
আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি বিমল কুমার সরকার, দপ্তর সম্পাদক রাজু সরকার, ক্রীড়া সম্পাদক জামিরুল ইসলাম সম্রাট, সদস্য রিপন মিয়া প্রমুখ।
অতিথিরা গ্রামীন নিউজ২৪ এর উত্তোরতর সফলতা কামনা করে বক্তব্য রাখেন।
পরে অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা হয়।