রংপুর,প্রতিনিধিঃ
হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর উদ্যোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর আয়োজনে ৭ জুন রংপুর ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র মিলনায়তনে অন দ্যা জব ট্রেনিং এর অংশ হিসেবে বিউবোর কর্মকর্তা কর্মচারীদের মাঝে উচ্চরক্তচাপ ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে রংপুর ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে সেমিনার পরিচালনা করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর মেডিকেল অফিসার ডাঃ কাওসার আহমেদ ও সিইও মোঃ আনোয়ার হোসেন।
এসময় বক্তব্য রাখেন রংপুর ২০ মোগাওয়াট জিটির উপ পরিচালক মোঃ আব্দুল মান্নান, সহকারী প্রকৌশলী মোঃ মান্নান চৌধুরী উপসহকারী প্রকৌশলী মোঃ নয়ন মিয়া, সহকারী প্রকৌশলী মোঃ শামিম প্রমুখ।
উপস্থিত ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর পাবলিক রিলেশন অফিসার আবু নাসের সিদ্দিক তুহিন, জাহাঙ্গীর আলম।
শেষে সকল অংশগ্রহণ কারীর হাই ব্লাড প্রেসার চেক আপ,ডায়াবেটিস টেস্ট পরিক্ষা করা হয়।
সেমিনারে বিদ্যুৎ বিভাগের প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা কর্মচারী অংশ গ্রহন করেন।