1. info@dainikbd24.com : দৈনিক বাংলাদেশ : দৈনিক বাংলাদেশ
রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে শিশু বাইজিদ এর হত্যাকারীদের মূলহোতা সেরেকুল গ্রেফতার নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ হুইপ গিনি এমপি’র গেটম্যান ছাড়াই ট্রেন দুর্ঘটনা রুখবে অ্যাডভান্স রেলগেট সিস্টেম। ফুলছড়িতে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেফতার পুলিশের তৎপরতায় শিশু বায়েজিদ হত্যার মুল আসামী গ্রেফতার গাইবান্ধায় শিশুর খন্ডিত লাশ উদ্ধার:পুলিশ কর্মকর্তা ক্লোজ সাংবাদিক মাইদুলের সংবাদ প্রচারের পর সেই প্রতিবন্ধীর পাশে “স্বপ্ন সিঁড়ি” সংগঠন পাবনায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ সহ ১০ জন আহত জয়পুুরহাটে র‍্যাবের অভিযানে ৪১০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি আটক গাইবান্ধায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন গ্রেফতার: ৫

জামায়াত-বিএনপি দেশের উন্নয়নের বিপক্ষে-পাবনায় হানিফ

নিজম্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,জামায়াত-বিএনপি এখনো এ দেশের উন্নয়নের বিপক্ষে কাজ করছে। আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই বিএনপির মতো দলকে হারিকেন দিয়ে খুঁজতে হবে।

শুক্রবার (০৩ জুন) দুপুরে পাবনায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনিস্টিটিউট মাঠে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি আয়োজিত লিচু মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার।

হানিফ বলেন, বর্তমান সরকারের আমলে এ ১৪ বছরে যা উন্নয়ন হয়েছে ৭১- এর পর থেকে সাধারণ মানুষ সে উন্নয়ন চোখে দেখেনি। বর্তমানে দেশের মানুষের মাথাপিচু আয় ২৮৬০ ডলার, যা পূর্বে ছিল ৬০০ ডলার মাত্র। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

তিনি আরো বলেন, ঈশ্বরদীতে লিচু প্রসেসিং সেন্টার ও লিচু গবেষণাগার নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈশ্বরদী ইপিজেড ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য ঈশ্বরদী বিমানবন্দর চালু করা অত্যন্ত জরুরি।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি, তিনি বলেছেন বিমানবন্দরটি সেনাবাহিনীর আওতাধীন। সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করো। আগামী বছর থেকে নাম মাত্র মূল্যে এ অঞ্চলের কৃষকদের ঋণ দেওয়া হবে।

পাবনা ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বেনজির আলম, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ড. শাহজাহান কবির,

বিএসআরআই মহাপরিচালক ড. আমজাদ হোসেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম, ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. মহিউদ্দিন, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহাক আলী মালিথা।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর...

© All Rights Reserved© 2022 DainikBD24

Theme Customized BY Sky Host BD