পলাশবাড়ী প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গােল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট
এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গােল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ-১৭)এর
শুভ উদ্বোধন করা হয়।
আজ বুধবার বিকালে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান নয়ন,পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান
উপজেলা আওয়ামীলীগ সভাপতি শামিকুল ইসলাম লিপন,সাধারণ সম্পাদক মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান,পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর,হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু,বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা,মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব রিপন, হরিনাবাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আজাদুল ইসলামসহ
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন ছাড়া রাজনৈতিক ব্যক্তিগন, ইউপি সচিবগণ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশ নেন মহদীপুর ইউনিয়ন পরিষদ বনাম বরিশাল ইউনিয়ন।খেলায় বরিশাল ইউনিয়ন পরিষদ মহদীপুর ইউনিয়ন কে পরাজিত করে।