পলাশবাড়ী উপজেলা প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্ব ‘মা’ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও স্বপ্নজয়ী মাকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ৮ই মে রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা টাউন হলরুমে সহকারী কমিশনার ভূমি প্রদীপ্ত রায় দীপন এর সভাপতিত্বে ‘মা’ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যৎ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়মীলীগের সভাপতি ছাবিনা ইয়সমিন ঝুনু ও সাংবাদিক মাসুদার রহমান মাসুদ।
এর আগে দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আকতার। এসময় বিভিন্ন সরকারীদপ্তরের কর্মকর্তাগনসহ রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।