শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Dainik Bangladesh - dainikbd24@gmail.com - facebook.com/Bangladesh24Official

গাইবান্ধায় মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আতাউর রহমানের স্মরণে ইফতার মাহফিল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

সাঘাটা উপজেলা প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাঘাটার কিংবদন্তী রাজনীতিবিদ মরহুম জননেতা বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আতাউর রহমানের স্বরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৮ এপ্রিল বিকালে প্রেসক্লাব সাঘাটার আয়োজনে উপজেলার সাঘাটা আধুনিক ডাকবাংলা হলরুমে মরহুম জননেতা বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আতাউর রহমানের ছেলে বাবুলের আমন্ত্রণে মুক্তিযোদ্ধা,সাংবাদিক,ব্যবসায়ী,শিক্ষক,বিভিন্ন পেশাজীবী ও উপজেলা,ইউনিয়ন সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীদের নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মরহুম জননেতা বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আতাউর রহমানের পুত্র সাঘাটা উপজেলা আওয়ামী লীগের আসন্ন ত্রি- বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী গাইবান্ধা জেলা শাখার সাবেক ছাত্রলীগ নেতা আহমেদুল কবীর বাবুল বলেন,

আমার বাবার দেখানো পথে ও তার রাজনৈতিক দূরদর্শিতা কাজে লাগিয়ে জনগণের সেবক হয়ে রাজনীতি করতে চাই।

 

ইফতারের পূর্ব মূহুর্তে প্রয়াত মরহুম জননেতা বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আতাউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।