গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার সিনিয়র সদস্য প্রফেসর খলিলুর রহমানের ওপর হামলাকারী দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে শনিবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা শহরের গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে এক আলোচনা সভায় বক্তারা অবিলম্বে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমানের ওপর হামলাকারী সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং বখাটেদের কলেজ ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান।
বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখা আয়োজিত মানববন্ধন চলাকাল বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিস মোস্তফা, সচেতন নাগরিক কমিটির সভাপতি ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরার সদস্য আমিনুল ইসলাম গোলাপ, গণফোরাম জেলা সভাপতি ময়নুল হক, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সদস্য ওয়াহিদ মুরাদ লিমন, শামসুজ্জাহা শামীম, সাইদুর রহমান বাবু, শিক্ষক অশাক সাহা, কামাল প্রমুখ।
বক্তারা অবিলম্বে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমানের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং বখাটেদের কলেজ ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান।