বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
Dainik Bangladesh - dainikbd24@gmail.com - facebook.com/Bangladesh24Official

বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত আমিনা বেগম।

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

মেহেদী হাসান রাজু,ষ্টাফ রিপোর্টারঃ

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের পঞ্চবর্গা গ্রামের তিন সন্তানের জননী ব্লাড ক্যান্সার আক্রান্ত আমিনা বেগম (৪৮)। তিনি ওই গ্রামের মোঃদেলুয়ার এর স্ত্রী। প্রায় দেড়-বছর আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন আমিনা বেগম।

দিনমজুর স্বামীর পক্ষে চিকিৎসা খরচ মেটানো সম্ভব নয়। তাই তিন সন্তান নিয়ে এখন দুশ্চিন্তায় পড়েছেন আমিনা বেগম।

জানা গেছে, আটাশ বছর আগে ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের তাহেরপুর এলাকার জসিম উদ্দিনের মেয়ে আমিনা বেগমের সঙ্গে একই উপজেলার পঞ্চবর্গা গ্রামের দিনমজুর দেলুয়ার এর বিয়ে হয়। এই দম্পতির এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে।

সুখে-শান্তির সংসারে হঠাৎ করেই দেখা দেয় দুশ্চিন্তার কালোছায়া। দেড়-বছর আগে তিন সন্তানের জননী আমিনার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসা শুরু করে জয়পুরহাট সদর রওশন ক্লিনিকে।

বর্তমানে আমিনার চিকিৎসা খরচ মেটাতে প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এই খরচ মেটানো সম্ভব নয়। কিন্তু তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চায় আমেনা বেগম। তাই তার চিকিৎসা খর মেটাতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন আমিনা। তাকে সাহায্য পাঠাতে,তার ছেলের ০১৭৬৬২৭৮৮৯৫(বিকাশ) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।