শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Dainik Bangladesh - dainikbd24@gmail.com - facebook.com/Bangladesh24Official

গাইবান্ধায় ১০ বোতল ফেন্সিডিল’সহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের অভিযানে ঢাকা রংপুর মহাসড়কে গাড়ী চেকিংকালে ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শাকিব হোসেন (২০) নামে এক মাদককারবারি কে গ্রেফতার হয়েছে।

থানা সূত্রে জানা যায়,জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলামের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা’র সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) হৃষিকেশ চন্দ্র বর্মণ এর নেতৃত্বে এএসআই(নিঃ) মোঃ আঃ রাজ্জাক, এএসআই(নিঃ) মোঃ নুর আলম সিদ্দিক, এএসআই(নিঃ) রাম চন্দ্র প্রামানিক,কং/৯৫৬ মোঃ মমতাজ, গাইবান্ধাগণসহ পোষ্ট অফিসের সামনে পাকা রাস্তার উপর হানিফ এন্টার প্রাইজ নামক যাত্রীবাহি বাস চেকিং কালে আজ ২২ এপ্রিল শুক্রবার বেলা ১২ টা ৪৫ মিনিটের সময় উক্ত বাসের যাত্রী ধৃত আসামী ১। মোঃ শাকিল হোসেন (২০) এর হেফাজত হইতে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ শাকিল হোসেন (২০) কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থানার খামার আন্ধারিঝাড় (সাদার মুন্সিকুটি আকতার মাষ্টারের বাড়ী সংলগ্ন) মোজাম্মেল হক ও সাহিদা বেগমের ছেলে।

এবিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ব্যাপারে গ্রেফতাকৃত আসামীর বিরুদ্ধে পলাশবাড়ী থানার মামলা নং-৩১/১১২, তারিখ-২২/০৪/২০২২, ধারা-৩৬(১) এর ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়।