1. admin@dainikbd24.com : দৈনিক বাংলাদেশ : দৈনিক বাংলাদেশ
  2. shahriarltd@gmail.com : Shahriar Hossain : Shahriar Hossain
বৃহস্পতিবার, ০৬ মে ২০২১, ০৬:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:

ঘোড়াঘাটে ফেন্সিডিল বহনকারী পিকআপ ও অটোভ্যানের সংঘর্ষে ভ্যানচালক নিহত

মোঃসুলতান কবির ( দিনাজপুর) ঘোড়াঘাট প্রতিনিধিঃ
  • প্রকাশের সময়: রবিবার, ২ মে, ২০২১
  • ৪৯ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে ফেন্সিডিল বহনকারী পিক আপ ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক নিহত হয়েছেন। এ সময় স্থানীয়রা ভ্যানের আহত যাত্রীদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রবিবার ( ২ রা মে ) সকাল সাড়ে ৯টায় উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কানাগাড়ি গ্রীনটেক অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পিকআপের চালক ও হেলপার পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ গামী ফেন্সিডিল বহনকারী একটি পিকআপ (যাহার নম্বর- ১৫-৯০৮১) ওই স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি অটো-ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে অটো ভ্যান চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত ভ্যানচালক নবাবগঞ্জ উপজেলার কাঠালপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৬)।

এ সময় স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থল থেকে খাদে পড়ে থাকা পিকআপ থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পিকআপ থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে লাশ ঘোড়াঘাট থানায় আনা হয়েছে।

এই বিভাগের আরও খবর...

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক বাংলাদেশ

Theme Customized BY LatestNews