নোয়খালী জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র্র চৌমুহনীতে ব্যবসা প্রতিস্ঠান খুলে দেয়র দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা।
বিকেলে চৌমুহনী বাজারের সাধারন ব্যবসায়ীরা রাস্তায় নেমে এসে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় তারা লকডাউনের বিরুদ্ধে স্লোগান দেন এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি করেন।
ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল বের করার খবর পেয়ে চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্যাহ এসে ব্যবসায়ীদের শান্ত করেন এবং বিকেলে সকল ব্যবসায়ীদের ১০ জন প্রতিনিধি নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে উদ্বুত পরিস্থিতি নিয়ে বৈঠক বসার সিদ্ধান্ত হয়।
এর আগে সকাল থেকে চৌমুহনীতে ঢিলেঢালা ভাবে লকডাউন পালন করে ব্যবসায়ীসহ সাধারন মানুষ। আভ্যন্তরীন বিভিন্ন যানবাহন চলাচল করে পরে বেলা ১২ টার দিকে ম্যাজিস্টেট্রসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে লকডাউন পালনে সকলকে সচেতন করেন।